ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে সাংবাদিক নাদিমের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
জামালপুরে সাংবাদিক নাদিমের ওপর হামলা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত ৮টার সময় পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে আতিক নামে একজনের নেতৃত্বে ৭/৮ জন নাদিমের ওপর হামলা করেন।

এ ব্যাপারে আতিক ও অজ্ঞাতনামা আরও ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানিয়ে গোলাম রাব্বানী নাদিম বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে আতিকের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী জোরপূর্বক আমাকে অপহরণ করে দক্ষিণ বাজারের দিকে নিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত আতিক উপজেলা মহিলা লীগের সভাপতি শাহিনা বেগমের ‘ভাড়াটিয়া সন্ত্রাসী’ বলে জানিয়েছেন স্থানীয়রা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সেক্রেটারি লুৎফর রহমান সাংবাদিক নাদিমের ওপর হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান এ বিষয়ে সাংবাদিক নাদিম একটি অভিযোগ দিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।