ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গিরা ঘেরাও, নাসিরপুরের পর বড়হাটে অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
জঙ্গিরা ঘেরাও, নাসিরপুরের পর বড়হাটে অভিযান বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছেন সিআরটি'র সদস্যরা/ছবি দীপু মালাকার

বড়হাট, মৌলভীবাজার শহর থেকে: সদর উপজেলার ফতেহপুরের নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপরেশন হিটব্যাক’ নামে অভিযান শেষ হলেই বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে।

অভিযান শুরুর আগে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছেন পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা। নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানা দুটির মধ্যকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

উপজেলার ফতেপুরের নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় পুলিশের সোয়াট (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিস) টিমের সদস্যদের অভিযান শুরু হয়। রাতে আলোকস্বল্পতার কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে।

সকাল থেকে আবার আস্তানাটিতে অভিযান চলবে বলে বাংলানিউজকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) মো. রওশনুজ্জামান।

অন্যদিকে বুধবার (মার্চ ২৯) সন্ধ্যা ছয়টা থেকেই বড়হাটের জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখেন সিআরটির সদস্যরা। আস্তানার ভেতরে থাকা জঙ্গিদের ব্যস্ত রাখতে তাদের লক্ষ্য করে ‘অ্যাঙ্গেজ ফায়ার’ চালান সিআরটির সদস্যরা।

সন্ধ্যার আগেই শক্তিশালী সার্চ লাইটের মাধ্যমে বড়হাটের জঙ্গি আস্তানার বাড়িটির চারপাশ আলোকিত করে রাখা হয়।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।