ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘অপারেশন হিটব্যাক’ সকাল পর্যন্ত বিরতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
‘অপারেশন হিটব্যাক’ সকাল পর্যন্ত বিরতি ‘অপারেশন হিটব্যাক’ সকাল পর্যন্ত বিরতি/ছবি: দীপু মালাকার

মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুরের নাসিরপুরে জঙ্গি আস্তানা সারাদিন ঘিরে রাখার পর ‘অপরেশন হিটব্যাক’ নামে অভিযান শুরু হলেও আলোকস্বল্পতার কারণে অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) মো. রওশনুজ্জামান বাংলানিউজকে এ খবর জানান। তিনি বলেন, অপারেশন হিটব্যাক সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সকাল থেকে আবার অভিযান চলবে।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শুরু করেন সোয়াট টিমের সদস্যরা। ঘণ্টাখানেকের কিছু বেশি সময় ওই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে সোয়াট টিম। তবে রাত সাড়ে সাতটার পর থেকে সেখানে আর গুলির আওয়াজ পাওয়া যায়নি।

অন্যদিকে বুধবার সন্ধ্যা ছয়টা থেকেই পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছেন পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা।

সন্ধ্যার আগেই শক্তিশালী সার্চ লাইটের মাধ্যমে বড়হাটের জঙ্গি আস্তানার চারপাশ আলোকিত করে রাখা হয়। নাসিরপুরের ‘অপারেশন হিটব্যাক’ শেষ করেই বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চালাবে সোয়াট।

বড়হাট এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে ওই দুটি বাড়ি বুধবার ভোরে পুলিশ ঘিরে ফেলার পর থেকে সারাদিনই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

প্রায় ১৮ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে নারী ও শিশুসহ জনা দশেক লোক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিরাপত্তার স্বার্থে বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে জেলা প্রশাসন।

দুই এলাকাতেই সকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়ে মাইকিং করা হয়।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরএম/এমএন/এনইউ/এমজেএফ
আরও পড়ুন
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!​
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান​
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা​
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা​
** মৌলভীবাজারে অভিযানস্থলে র‌্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ