ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ফেনীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং

ফেনী: ফেনীতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বিনামূল্যে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং’।

৮ এপ্রিল ফেনী শিল্পকলা একাডেমিতে এই ট্রেনিং এর আয়োজন করছে দুর্বার ইয়ং ইন্টারপ্রেনিয়র ও রিপেয়ার বাংলাদেশ।

আয়োজকরা জানান, ফেনীর তরুণ-তরুণীদের সঠিক পথ এবং ক্যারিয়ার গাইড লাইন দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এর প্রোগ্রাম চেয়ারম্যান মোহাম্মদ শারীদ বাংলানিউজকে জানান, ক্যারিয়ার গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ। মফস্বলে স্কুল জীবন থেকেই এ বিষয়টি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, এতো প্রয়োজনীয় একটি বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই কোনো চিন্তা-ভাবনা ছাড়াই। এ বিষয়ে সঠিক পথ দেখানোর জন্য আমরা কাউকে পাই না। তাই ফেনীর তরুণ-তরুণীদের সঠিক গাইড লাইন দিতে  এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান মোটিভেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত কর কমিশনার (চট্টগ্রাম) মো. বজলুল কবির ভূঞা।

বিশেষ মোটিভেটর হিসেবে উপস্থিত থাকবেন ফেনী পৌরসভার মেয়র ও সফল উদ্যোক্তা স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফশিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।

কর্তৃপক্ষ জানায়, বিনামূল্যের এ প্রশিক্ষণে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে ৩ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে- www.serveboxbd.com ওয়েব সাইটে। এছাড়া বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে- ০১৯৯৯৯৫৮৭০০-২ নম্বরে।

প্রোগ্রামটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করবে ফেনীর এরশাদ নাহার ফাউন্ডেশন।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।