ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নড়াইলে পাসপোর্ট কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
নড়াইলে পাসপোর্ট কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা

ঢাকা: নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অরূপ রতন চাকীকে মারপিট করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) রাতে অরূপ রতন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ ছয়জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, শামিম বিশ্বাস নামে এক ব্যক্তি সকাল ১০টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে তার বাবা খয়বার বিশ্বাস ও মা ফিরোজা বেগমের পাসপোর্ট চান।

এসময় কর্তৃপক্ষ যাদের পাসপোর্ট তাদের কাছ থেকে লিখিতভাবে পাসপোর্ট তোলার অনুমতি ছাড়া পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানায়। এর জের ধরে সকাল ১১টার দিকে ছয়-সাতজন লোক বেআইনিভাবে কাউন্টারে এসে সরকারি কাজে বাধা দেন। এসময় তারা অরূপ রতন চাকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর তারা পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে জোর করে পাসপোর্ট ইস্যু করে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।