ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ভণ্ড ফকিরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
কেরানীগঞ্জে ভণ্ড ফকিরের কারাদণ্ড ভণ্ড ফকিরকে ২৯ দিনের কারাদণ্ড-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মো. হোসেন আলী (৫০) নামে এক ভণ্ড ফকিরকে ২৯ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমন এ আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে কবিরাজির নামে ভণ্ডামির অভিযোগ আসে।
এছাড়া তার বিরুদ্ধে নারীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগও পাওয়া যায়। বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এসময় তাকে সহোযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. ফজলুল হক, রাকিব হোসেন চয়ন, সার্ভেয়ার কাউসার আহমেদ ও কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক। বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।