ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিজিটাল প্রযুক্তিতে বদলে গেছে দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ডিজিটাল প্রযুক্তিতে বদলে গেছে দেশ বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দেশ বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বুয়েট স্থাপত্যকলা বিভাগের প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ইয়াফেস ওসমান বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় এটা এখন বাস্তবে রূপ নিয়েছে।
এমন এক সময় ছিল যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলতে গেলে সবাই হাসতো। বাংলাদেশ এখন বদলে গেছে। প্রযুক্তির ছোঁয়ায় দেশ এখন ডিজিটাল হয়েছে। সব ক্ষেত্রে এখন প্রযুক্তির স্পর্শ লেগেছে। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। সেদিকেও সরকার নজর রাখছে। তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থাপত্য বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমাদের সময়ে স্থাপত্য বিভাগে কোনো মেয়ে ছিলো না। বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা স্থাপত্য বিভাগে বেশি। কারণ দিন দিন স্থপতিদের সম্মান বাড়ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বুয়েটের স্থাপত্যকলা বিভাগের ডিন প্রফেসর ড. জেবুন নাসরিন, বিভাগীয় প্রধান সাব্বির আহমেদ প্রমুখ। বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ এসজে/আরআইএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।