ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় মৌসুমের প্রথম জোয়ার, ৩ শতাধিক ঘর প্লাবিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
মনপুরায় মৌসুমের প্রথম জোয়ার, ৩ শতাধিক ঘর প্লাবিত মনপুরায় ৩ শতাধিক ঘর প্লাবিত-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার মনপুরায় মৌসুমের প্রথম জোয়ারে প্লাবিত হয়েছে হাজিরহাট ইউনিয়নের সোনার চর গ্রাম। এতে তিন শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত হাজারো মানুষ।

বুধবার (২৯ মার্চ) বিকেল তিনটার দিকে আমবশ্যায় সৃস্ট জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়। মেঘনার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দিপক বাংলানিউজকে জানান, বুধবার জোয়ারের পানিতে ডুবে গেছে তিন শতাধিক গ্রাম। ইউনিয়নের সোনারচর গ্রামের উভয় পাশে বাঁধ না থাকায় ওই সব এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি লোকালয়ে প্রবেশ করায় রবি শস্যের ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পানিবন্দি স্বপন জানান, জোয়ারের পানি ঢুকে পুরো ঘর প্লাবিত হয়েছে। ঘরের লোকজন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে হঠাৎ করে জোয়ারে প্লাবিত হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী মো. কাওসার হোসেন বলেন, মনপুরা উপজেলার ৬টি পয়েন্টে বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। ফলে জোয়ারে নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে সাড়ে তিন কিলোমিটার বাঁধ মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭ আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ