ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে সেলাই মেশিন বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
রাঙামাটিতে সেলাই মেশিন বিতরণ রাঙামাটিতে সেলাই মেশিন, সুতা ও বেত বিতরণ-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, সুতা ও বেত বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা।
এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা ও সদর উপজেলা প্রকৌশলী মো. সোলেমান প্রমুখ। ১৬ জনের মধ্যে সেলাই মেশিন এবং ৪৬ জনের মধ্যে সুতা ও বেত বিতরণ করা হয়। চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বাংলানিউজকে জানান, সীমিত বাজেটের মধ্যে দুস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আপনারা এসব সামগ্রীর যথাযথ ব্যবহার করে নিজেদের দারিদ্র দূরীকরণে প্রচেষ্টা চালাবেন। বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।