ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হামিদ মালদ্বীপে পরবর্তী হাই কমিশনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
হামিদ মালদ্বীপে পরবর্তী হাই কমিশনার

রিয়ার অ্যাডমিরাল আকতার হামিদকে মালদ্বীপে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (২৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

রিয়ার অ্যাডমিরাল আকতার হামিদ (এনজিপি, এনডিসি, সিএসসি, বিএন) বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১৯৮২ সালে যোগদান করেন।

তিনি জার্মান নেভাল একাডে‍মি থেকে ডিগ্রি লাভ করেন।  

দীর্ঘ পেশা জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান প্রধান জাহাজ ও ঘাঁটির নেতৃত্ব দিয়েছেন।  

এছাড়াও তিনি বাংলাদেশের নেভি ফ্লেট, চট্টগ্রাম নেভি এরিয়া, নেভাল এভিয়েশন এবং নেভির স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের নেতৃত্ব দিয়েছেন।
 
রিয়ার এডমিরাল হাবিব ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), আর্মড ফোর্স ডিভিশন (এএফডি) এবং নেভি হেডকোর্য়াটারে ডিরেক্টর অব নেভাল অপারেশন (ডিএনও) হিসেবে কাজ করেছেন।  

নেভির গ্লোরিয়াস সার্ভিস মেডেল অর্জনকারী হাবিব বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণে দ্বিপক্ষীয় আলোচনায় সরাসরি অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭/আপডেট: ১৫৪৬ ঘণ্টা
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad