ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সূবর্ণচরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
সূবর্ণচরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় বাজারে আগুন লেগে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসেরহাট রাস্তার মাথা এলাকার বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে নিজেদের দোকান বন্ধ করে বাড়িতে যান ব্যবসায়ীরা।

রাত ২টার দিকে বাজারের পশ্চিম পাশের একটি চায়ের দোকানে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনগণ ও দোকান মালিকরা আগুন নেভান। কিন্তু ততক্ষণে বাজারের আপন মিডিয়া, আতিক স্টোর, বিছমিল্লাহ ট্রের্ডাস, আয়াত উল্যাহ গ্যারেজ, জননী স্টোর, সিরাজ স্টোর, মোহনা স্টোর ও আহম্মদ সওদাগরের গোডাউন পুড়ে যায়।  

ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।