ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বেনাপোল সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোল সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা গাঁজাসহ লাল্টু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৯ মার্চ) সকাল ৮টায় বেনাপোল সীমান্তের ঘিবা বিল এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক লাল্টু বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের খালেক মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তপথে ভারত থেকে মাদকের একটি চালান প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চাল‍ায়। ঘিবা বিল থেকে ৫২ কেজি গাঁজাসহ লাল্টুকে আটক করা হয়।

ঘিবা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশোক আলী বিষয়টি বাংলানিউজকে জানিয়ে বলেন, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এজেডএইচ/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad