ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় গাবতলী থানার ওসির আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বগুড়ায় গাবতলী থানার ওসির আত্মহত্যা

বগুড়া: বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
 
 

আবদুল্লাহ আল হাসান নাটোরের বড়াইগ্রামের কদমতলা এলাকার হযরত আলীর ছেলে।

বুধবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।



বেলা ১২টায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাংলানিউজকে ওসি’র আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও যোগ করেন এসআই আবু জাররা।  

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানও বাংলানিউজকে ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।  
 
এ ব্যাপারে জানতে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম’র সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলে ‘ব্যস্ত রয়েছি। পরে কথা হবে’ বলে ফোনের সংযোগ কেটে দেন।  
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।