ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে তুরাগ নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
সাভারে তুরাগ নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

সাভার, ঢাকা: সাভারে তুরাগ নদী থেকে সামিয়া আফরিন সৃষ্টি নামে (১৯) এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (২৯ মার্চ) সকালে বনগাঁও ইউনিয়নের তুরাগ নদীর বেরাইদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজধানীর শাহাবাগ আজিজ সুপার মার্কেটের মোহাম্মদ ইসহাক মিয়ার মেয়ে গ্রীনরোড এলাকার বেসরকারি কলেজ ওয়াই ডাবলু সি’র এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সামিয়া আফরিন সৃষ্টি।

পুলিশ জানায়, ২৬ মার্চ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সামিয়া। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে খোঁজ করেন। কিন্তু তাকে কোথাও না পেয়ে শাহাবাগ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেন।

পরে বুধবার সকালে তুরাগ নদীর বেরাইদ এলাকায় ওই কলেজ ছাত্রীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।