ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ৫০ মণ জাটকা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
খুলনায় ৫০ মণ জাটকা জব্দ খুলনায় ৫০ মণ জাটকা জব্দ

খুলনা: খুলনায় রূপসা উপজেলা মৎস্য দফতর ও কোস্টগার্ডের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের সামনের সড়কের ওপর রাখা ট্রাক থেকে এ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও কোস্টগার্ডের রূপসা কন্টিনজেন্ট কমান্ডার আবু তালেব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

আবু তালেব বাংলানিউজকে বলেন, রূপসা ঘাট সংলগ্ন কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের সামনে কয়েকটি ট্রাকে সামুদ্রিক মাছের মধ্যে প্যাকেট করে জাটকাগুলো রাখা ছিলো। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

জব্দ করা জাটকা এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান সিনিয়র পেটি অফিসার আবু তালেব।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমআরএম/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ