ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক ফাইল ছবি

মানিকগঞ্জ: দক্ষিনাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

বুধবার (২৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উভয় ঘাট সংশ্লিষ্টরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, রাতে ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকার কারণে দীর্ঘ লাইন জমে যায়।

এতে দেড় শতাধিক ট্রাক ও ৭০ থেকে ৮০টি বাস নদী পারের অপেক্ষায় রয়েছে।

মানিকগঞ্জের শিবালয় উপেজলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘাটের পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় দেড় শতাধিক ট্রাক থাকলেও কোনো বাস নেই। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বাসগুলো ঘাটে আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে ইউটিলিটি ফেরি মাধবীলতা।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।