ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিবিইটেকস’র স্বাধীনতা দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
সিবিইটেকস’র স্বাধীনতা দিবস উদযাপন সিবিইটেকস’র স্বাধীনতা দিবস উদযাপন

সিলেট: সিলেট বিভাগ ইলেকট্রনিক্স টেকনিশিয়ান কল্যাণ সমিতির (সিবিইটেকস) বন্দর বাজার শাখার অভিষেক ও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) বিকেলে সিবিইটেকস বন্দরবাজার শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাজী তবারক আলী।

বন্দরবাজার শাখার সভাপতি মো. লায়েছ আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

বন্দরবাজার শাখার সাধারণ সম্পাদক গাজী মো. জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদার রুহেল, কাকলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রকিব শিকদার, আল-হামরা শপিং সেন্টারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, বন্দরবাজার শাখার উপদেষ্টা মো. হুসাইন আহমদ আনসারী, সৈয়দ বাবর আলী, নজরুল ইসলাম বাবলা, সিবিইটেকসের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, নিসচা সিলেট মহানগর আহ্বায়ক এম ইকবাল হোসেন, সদস্য সচিব আব্দুর হাদী পাবেল, জেলা ব্যবসায়ী পরিষদের প্রচার সম্পাদক শ্রী সরোজ ভট্টাচার্য্য, হিউম্যান রাইটস হেলফ অ্যান্ড এডুকেশন সোসাইটি বিডি’র সিলেট জেলার চেয়ারম্যান হাকীম ফারুক আহমদ নুমান, গণদাবি পরিষদ জেলার সভাপতি এম এ হান্নান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো, লায়েক মিয়া, মাহবুবুর রহমান সেলু, মো. মর্তুজ মিয়া, আব্দুল মুকিত মনাফ।

এছাড়াও সিবিইটেকসের বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সিলেটের ইলেকট্রনিক টেকনিশিয়ান দ্বারা যদি কোনো ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা যায় তাহলে সিলেট প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সরকারসহ বিভিন্ন বিত্তবান ব্যক্তিদের সযযোগিতা পেলে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টস বাজারজাত করার উদ্যোগ নেবো।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।