ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে বিএসএফ’র হাতে ২ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
দৌলতপুরে বিএসএফ’র হাতে ২ বাংলাদেশি আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্তের ওপার ভারত ভু-খণ্ড থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ গ্রামের বাদলের ছেলে রমজান আলী (২২) ও ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রাজন (২০) ।

স্থানীয়রা জানান, দুপুরে রমজান ও রাজন ভারতের কেরালার যাওয়ার উদ্দেশ্যে উদয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ফরাজীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

এদিকে, বিএসএফের হাতে বাংলাদেশি আটকের খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার আলাউদ্দিন তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।