ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) নীলফামারী শহরের পুলিশ লাইন্স একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি শামসুন নাহার শান্তি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মোশাররফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস ও সদস্য সাংবাদিক নুর আলম।

মতবিনিময় সভা শেষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নেয়।

শিক্ষার্থীদের শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।