ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
‘প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন’ সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বীরবিক্রম

পাবনা: সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বীরবিক্রম বলেছেন, ‘মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে কিছু মানুষ মুক্তিযুদ্ধ না করেই নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন। আর তাদের বিতর্কিত কর্মকাণ্ডে প্রকৃত মুক্তিযোদ্ধারা সামাজিকভাবে অসম্মানিত হচ্ছেন।’

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের পাবনা জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সঠিক প্রক্রিয়ায় হয়নি উল্লেখ করে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন, ‘যাচাই বাছাইয়ে গঠিত কমিটি অস্বচ্ছ প্রক্রিয়ায় বিতর্কিত ব্যক্তিদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

তিনি এর বিরুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’র পাবনা জেলা শাখার সভাপতি আ.স.ম. আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল আবু ওসমান চৌধুরী (অব.), মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডিশনাল আই জি পুলিশ (অব.) মো. নুরুল আলম, সহ সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আনোয়ার-উল-আলম।

বাংলাদশে সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad