ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ময়মনসিংহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

ময়মনসিংহ: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবিতে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ময়মনসিংহ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহাম্মেদ খানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিভাগীয় সাধারণ সম্পাদক এছহাক আলী, সানোয়র হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ন কবীর, আনোয়ার হোসেন, কামরুজ্জামান ও কামাল প্রমুখ।

 
  
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবি না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad