ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জয়পুরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জয়পুরহাট: বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জয়পুরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের পাঁচুরমোড়ে ঘণ্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম।

পরে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad