ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৎ শিক্ষা ও সাহস থাকলে নারীকে কেউ রুখতে পারবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
সৎ শিক্ষা ও সাহস থাকলে নারীকে কেউ রুখতে পারবে না

ঢাকা: নারীদের সৎ সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ( নাসিক) মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, একজন নারী যখন সৎ শিক্ষায় শিক্ষিত হয় আর যদি তার সৎ সাহস থাকে পৃথিবীর কোন শক্তি তাকে রুখতে পারবে না। 

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ' টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন,সমতা ও বৈষম্যহীনতা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।  

আইভী বলেন, নিজেকে নারী হিসেবে চিন্তা করি না।

নিজেকে মানুষ হিসেবে চিন্তা করি। পুরুষকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। পাশাপাশি নারীকেও পাল্টাতে হবে। কেন না, ঘরের ভিতর থেকে বিভাজন তৈরি হয়। পুরুষের সাথে অধিকার বুঝে নিয়ে তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।  

পিকেএসএফের সভাপতি ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad