ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ডা. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও বাহুবল প্রেসক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম নূর প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মো. নূর মিয়া, মুক্তিযোদ্ধা হাছন আলী, মফিল মিয়া, আব্দুল লতিফ, রাজা মিয়া, আবুল হোসেন, এনামুল হক, সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, ইছহাক মিয়া ও ইনছাব আলীসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।