ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাবিপ্রবিতে সায়েন্টিফিক সেমিনার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
শাবিপ্রবিতে সায়েন্টিফিক সেমিনার শাবিপ্রবিতে সায়েন্টিফিক সেমিনার

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেন্টার অব অ্যাক্সিলেন্সের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ‍মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব অ্যাক্সিলেন্সের সেমিনার কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেন্টার অব অ্যাক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুল হান্নান, ড. আবু সায়েম, ড. রোমেল আহমদ, ড. আব্দুল মোমেন, ড. কামরুল ইসলাম, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ ফারুক মিয়া প্রমুখ।

টেকনিক্যাল সেশনে ‘হোমোলাজি মডেলিং অ্যান্ড মলিকুলার ডকিং’ শীর্ষক পেপার প্রেজেন্টেশন করেন জিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।