ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মানিকগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন মানিকগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মানিকগঞ্জ: সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ ও সিঙ্গাইর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মানিকগঞ্জ ও সিঙ্গাইর পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ও সিংগাইর পৌরসভার সচিব বজলুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার সচিব আলতাফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন, সহকারী প্রকৌশলী আনম গিয়াস উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তরা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।