ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সন্ত্রাসবাদ বাংলাদেশ-যুক্তরাজ্যের জন্য অগ্রাধিকার ইস্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
সন্ত্রাসবাদ বাংলাদেশ-যুক্তরাজ্যের জন্য অগ্রাধিকার ইস্যু সংলাপ শেষে কথা বলছেন সাইমন ম্যাকডোনাল্ড, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সন্ত্রাসবাদ বাংলাদেশ-যুক্তরাজ্যের জন্য অগ্রাধিকার ইস্যু। এ বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড দুই দেশের কৌশলগত সংলাপের ওপর সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও  যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড স্বারকে সই করেন।

সাইমন ম্যাকডোনাল্ড বলেন, ইউরোপীয় ইউনিয়নে থাকার সময় যুক্তরাজ্য থেকে যে সুবিধা পেতো তা বহাল চায় বাংলাদেশ। আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক শুধু ভালো নয় আরো উত্তম হবে।

আমি এখানে এসে খুবই আনন্দিত। এটাই আমার প্রথম বাংলাদেশ সফর। শুধু তাই নয় দুই দেশের ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্কের প্রাককালে প্রথম এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দেখা করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চিঠি দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়ার জন্য।

চিঠিতে আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের শক্তিশালী ও বর্ধনশীল সম্পর্কের বিষয়ে অবহিত করেছেন।

এ বৈঠকে আগামী বছরে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনের আয়োজন নিয়ে আলোচনা হবে।

** বাংলাদেশ-যুক্তরাজ্যর কৌশলগত সংলাপে সমঝোতা

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা মার্চ ২৮, ২০১৭
কেজেড/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।