ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
খাগড়াছড়িতে ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন খাগড়াছড়িতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

খাগড়াছড়ি: পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনসন সুবিধাসহ সরকারি সব সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রামগড় ও রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি শাখার সভাতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংকমং মারমা, মাটিরাঙ্গা পৌরসভার প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, রামগড় পৌরসভার প্রতিনিধি শাহ আলম প্রমুখ।

এতে ৪ পৌরসভার মেয়র, কাউন্সিলররা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন শেষে একই দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।