ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রমিক কল্যাণ ফান্ডে দুই প্রতিষ্ঠানের ৬ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
শ্রমিক কল্যাণ ফান্ডে দুই প্রতিষ্ঠানের ৬ কোটি টাকা

ঢাকা: শ্রমিক কল্যাণ ফান্ডে ৬ কোটি ১ লাখ ১৯ হাজার টাকার চেক হস্তান্তর করেছে দু’টি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু'র কাছে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠান দু’টির মধ্যে ইউ‌নি‌লিভার বাংলাদেশ লি‌মিটেড দিয়েছে ৪ কো‌টি ৬৯ লাখ ১০ হাজার ৪৮৪ টাকা ৩০ পয়সা।

আর মেঘনা পেট্রো‌লিয়াম লি‌মিটেড দিয়েছে ১ কোটি ৩২ লাখ ৯ হাজার ৪৮৭ টাকা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ইউ‌নি‌লিভার বাংলাদেশ লি‌মিটেড এর ফাইন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মিল্লাত, হিউম্যান রিসোর্স ডিরেক্টর কুনাল শর্মা, কোম্পানি সচিব কাজী মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।  

মেঘনা পেট্রো‌লিয়াম লি‌মিটেড এর ডিজি এম গোলাম হায়দার, ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ, সিবিএ সভাপতি নাছির উদ্দিন আহমদ শাহ, সেক্রেটা‌রি সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

শ্রমিক আইনের বিধান অনুযায়ী, শ্রমিক কল্যাণ ফান্ডে প্রতি অর্থবছর কোম্পানিগুলোর মোট লাভের ৫ শতাংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে হবে। এরই ধারাবাহিকতায় এ চেক দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।