ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ৪ কেজি গানপাউডারসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
রাজশাহীতে ৪ কেজি গানপাউডারসহ আটক ২ জব্দ করা গানপাউডার দেখছেন এক কর্মকর্তা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ৪ কেজি গানপাউডারসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দিনগত রাত ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।  

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খাঁন বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে শিরোইল বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ৪ কেজি গানপাউডার জব্দ করা হয়।  

প্রাথমিকভাবে আটক দু’জনের নাম-ঠিকানা জানা যায়নি বলেও জানান বোয়ালিয়া থানার ওসি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সূত্রে খবর ছিল ওই দু’জন চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ কেজি গানপাউডার নিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছে। পরে শিরোইল বাস টার্মিনালে বাসটি থামলে তাদের তল্লাশি করা হয়।

গানপাউডার জব্দ করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান মহানগর পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭/আপডেট ০১৪৯ ঘণ্টা
এসএস/এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad