ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‍তিন মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
‍তিন মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের উদ্যোগ

মৌলভীবাজার: মৌলভীবাজারে তিন মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে । মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর আঘাতে আহত হয়ে পরে নিহত হয়েছেন এমন তিন জনের কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (২৭ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলায় ‘মৌলভীবাজার শহর ঘেরাও এবং কার্ফু ভঙ্গ উদযাপন পরিষদ’ এ উদ্যোগ নেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পরিষদের সবাই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিহতদের কবরে পুষ্পঅর্পণ এবং নাম ফলক লাগিয়ে কবরগুলো সংরক্ষণের পরিকল্পনা নেন।

যে তিনজনের কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে তারা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামের মরহুম লুন্দুর মিয়া, বিরাইমবাদ গ্রামের মরহুম রেনু মিয়া ও উলুয়াইল গ্রামের মরহুম লেবু মিয়া।

এসময় পরিষদের সভাপতি বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জামাল উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।