ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী গণ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী গণ সমাবেশ মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী গণ সমাবেশ

মাগুরা: মাগুরায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী গণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ১৪৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন।

সোমবার (২৭ মার্চ) মাগুরা নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি এএসএম মনির উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন- মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপাতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবল‍ু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।