ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে দুই মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
কুড়িগ্রামে দুই মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুইটি মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক ও ইয়াসির আরাফাত এ জরিমানা করেন। অভিযানে সহায়তা করেন বিএসটিআই, রংপুর অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।

জানা যায়, দুপুরে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিএসটিআই-রংপুর ও কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান চালায়। এসময় বগুড়া দধি মিষ্টান্ন ভান্ডার কুড়িগ্রামকে সাত হাজার টাকা এবং মেসার্স পাবনা প্লাস দধি মিষ্টান্ন ভান্ডারকে সাত হাজার জরিমানা করা হয়।

বিএসটিআই রংপুর অফিসের সহকারী পরিচালক মফিজ উদ্দীন আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।