ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
নাটোরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক নাটোরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

নাটোর: নাটোর সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাকিবুল ইসলাম অনিক (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

সোমবার (২৭ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয় সংলগ্ন একডালা গ্রামীণ সড়ক থেকে তাকে আটক করা হয়। রাকিবুল ইসলাম অনিক সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক সরকারের ছেলে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার চন্দ্রকোলা এসআই হাইস্কুল সংলগ্ন একডালা গ্রামীণ সড়কে অভিযান চালায়। এসময় রাকিবুল ইসলামকে ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, সাত দশমিক ৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২টি সিমসহ একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।