ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুসিক নির্বাচনে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
কুসিক নির্বাচনে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে কেন্দ্র করে ২৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) বিকেল থেকে বিজিবির এসব সদস্যরা নির্বাচনের পরদিন পর্যন্ত মোতায়েন থাকবেন।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা বাংলানিউজকে জানান, সোমবার বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী এলাকায় তারা দায়িত্ব পালন করবেন।

কুসিক নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।