ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে শিক্ষার্থীদের সচেতনতায় দুদকের প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বরিশালে শিক্ষার্থীদের সচেতনতায় দুদকের প্রতিযোগিতা

বরিশাল: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উলক্ষে বরিশালে আলোচনা, সততা সংঘের শপথ পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএম স্কুল মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা দুর্নীতির বিষয়ে বিস্তারিত জানাতে পারছে।

এর মাধ্যমে তারা আরও সচেতন হচ্ছে। শুধু তাই নয় তারা কিভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে সে বিষয়েও জ্ঞান অর্জন করছে।

দ‍ুর্নীতি দমন কমিশন বরিশালের পরিচালক মো. আক্তার হোসেন বলেন, এসব কর্মসূচির ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এতে করে এই শিশুরাই আগামীতে বড় হয়ে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।