ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি রাজীব গান্ধী ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
জঙ্গি রাজীব গান্ধী ৫ দিনের রিমান্ডে

গাইবান্ধা: গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদীন তার রিমান্ড মঞ্জুর করেন।

রাজীব জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামের ওসমান গণি মণ্ডলের ছেলে।

 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৬ সালে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় সোমবার বিকেলে রাজীবকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।