ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উ‍ঁচু করে দাঁড়িয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উ‍ঁচু করে দাঁড়িয়েছে বিএম মোজাম্মেল হক

শরীয়তপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উ‍ঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ এক সময় দুর্ভিক্ষের রোল মডেল ছিল।

সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনার উন্নয়নের মডেল বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র অনুসরণ করছেন।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে পালং থানার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অক্ষধ্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সাত্তার খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।