ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভেঙে পড়ছে জঙ্গিদের প্রতিরোধ

রহমান মাসুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ভেঙে পড়ছে জঙ্গিদের প্রতিরোধ শক্তিশালী বিস্ফোরণের ধোঁয়া উঠছে জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে ;ছবি-দীপু মালাকার

শিববাড়ি, সিলেট থেকে: সেনা কমান্ডোদের দৃঢ়তায় ভেঙে পড়ছে জঙ্গিদের প্রতিরোধ। জঙ্গিদের প্রতিরোধের মুখেও জীবনের ঝুঁকি নিয়ে ভবনের প্রতিটি ইঞ্চিতে তল্লাশি চালাচ্ছে ‘অপারেশন টোয়ালাইট’ এ অংশ নেয়া সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা।

সোমবার (মার্চ ২৭) যোহরের নামাজের আগে দেয়ালের দুইপাশে দু’টি গর্ত করে ভবনের মধ্যে প্রবেশ করেন সেনা কমান্ডোরা। তবে এখনও ভেতর থেকে প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন তারা।

দোতলা পর্যন্ত যাওয়ার পর তারে সংযুক্ত বোমাসদৃশ্য বস্তু ও ফ্রিজের কম্প্রেসার দেখতেন পান কমান্ডোরা। এর মাঝেই নিজেদের কাছে থাকা বোমা ফাটায় জঙ্গিরা। বিস্ফোরণের পরপরই আতিয়া মহল থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়।

সেনা সূত্র জানিয়েছে, ভেতরের প্রতিরোধ দেখে মনে হচ্ছে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে। কমান্ডোদের ঠেকাতে বোমার পাশাপাশি তারা ব্যবহার করছে ক্ষুদ্রাস্ত্র।

জঙ্গি আস্তানা আতিয়া মহলের প্রবেশমুখে সেনা কমান্ডোরা; ছবি-বাংলানিউজউল্লেখ্য, সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে কমান্ডো অভিযান ‘অপারেশন টোয়ালাইট’ চলছে টানা বিস্ফোরণ আর গুলির মধ্য দিয়ে। সোমবারের (২৭ মার্চ) এই অভিযানকে চূড়ান্ত অভিযান বলছে সেনাসূত্র। সম্ভব হলে আজই অভিযান সমাপ্তের ঘোষণা দিতে চায় কর্তৃপক্ষ।  আজকের অভিযান সম্পর্কে বিকাল ৫টায় সেনাবাহিনীর তরফে ব্রিফিং হতে পারে বলে জানা গেছে অসমর্থিত সূত্রে।  নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত কর্মকর্তারা জানাচ্ছেন, নব্য জেএমবির নেতা মুসা ছাড়াও সংগঠনের নতুন নেতৃত্বদের কেউ কেউ থাকতে পারে আতিয়া মহলে। তবে যারাই থাকুক না কেন, তারা সবাই উচ্চ প্রশিক্ষিত ও বোমা ছোড়ায় বিশেষ দক্ষ।

আর পড়ুন:
** চলছে চূড়ান্ত অভিযান
** শিববাড়ির বাতাসে বারুদের গন্ধ
** পুলিশ মানা করেছিল, শুনলে এ অবস্থা হতো না
** অভিযান চতুর্থ দিনে, টানা গুলি ও বিস্ফোরণ
** ২ জঙ্গি নিহত, আছে আরও, অভিযান চলবে
** রাতেও বিস্ফোরণ, গুলির শব্দ, উৎকণ্ঠায় শিববাড়ি এলাকা
** প্যারা-কমান্ডোদের ‘অপারেশন টোয়ালাইট’র খণ্ডচিত্র

** আতিয়া মহলে নিহত দুই জঙ্গি
** আতিয়া মহলে অভিযান চলবে
**সিলেটে অভিযানস্থলে থেমে থেমে সংঘর্ষ
**জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৫, আহত ৩২
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩৫
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ২
** বোমা বিস্ফোরণে আহত যুবকের হাসপাতালে মৃত্যু
** জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডো সদস্যরা
** বেসরকারি কোম্পানির নামে ফ্ল্যাট ভাড়া নেয় জঙ্গিরা
** সিলেটে অভিযানে যাচ্ছে সোয়াট টিম
** সিলেটে পৌঁছেছে সোয়াট টিম
** জঙ্গি আস্তানার চার পাশে অবস্থান সোয়াট টিমের
** আত্মসমর্পণে সাড়া দিচ্ছে না জঙ্গিরা
** জঙ্গি আস্তানায় সোয়াট টিমের অভিযান
** জঙ্গি আস্তানার সামনে দুই অ্যাম্বুলেন্স
** হাতকড়া পরিহিত একজনকে বের করেছে সোয়াট
** অভিযানস্থলে ক্রেন-জেনারেটর, এসেছে ফায়ার সার্ভিস

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।