ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

থানচিতে বাজারে আগুন, ৩৫ দোকান-বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
থানচিতে বাজারে আগুন, ৩৫ দোকান-বসতঘর পুড়ে ছাই

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে আগুন লেগে ৩০টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।রোববার (২৬ মার্চ) গভীররাতে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গভীররাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে বলিপাড়া বাজারের পাশের একটি বসতঘরে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

কিন্তু ততক্ষণে ৩০টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।  

এদিকে, আগুন লাগার খবর পেয়ে বান্দরবান জেলা শহর থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট বলিপাড়ার উদ্দেশে রওনা দিলেও তারা সেখানে পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়।

বলিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বা শুই চিং মারমা বাংলানিউজকে জানান, আগুনে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad