ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকমুক্ত সমাজ গড়তে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
মাদকমুক্ত সমাজ গড়তে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান দু’দিনব্যাপী ‘মি. ঢাকা শরীর গঠন’ প্রতিযোগিতা- ছবি- জি এম মুজিবুর

ঢাকা: মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, তরুণ সমাজের মধ্যে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবলমুক্ত করা সম্ভব। 

সোমবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে রাজনীতিবিদ সেলিম আল মাহমুদ স্মরণে দু’দিনব্যাপী ‘মি. ঢাকা শরীর গঠন’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান। বাংলাদেশ বডিবিল্ডার ফেডারেশন প্রতিযোগিতার আয়োজন করে।

 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার দেওয়ান, ৪৩ নং ওয়ার্ড  কাউন্সিলর আবু আহমেদ মানাফি প্রমুখ।

মেয়র বলেন, এ ধরনের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পরিচ্ছন্ন ঢাকা গড়া সম্ভব। দেশের জন্য যেসব রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজেদের জীবন ত্যাগ করেছেন তাদের স্মরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  

ডিএসসিসির সব সংস্কৃতি চর্চা কেন্দ্র ও স্পোর্টস ক্লাবগুলোতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে বলেও জানান মেয়র।  

এরপর মিস্টার ঢাকা নামের দু’দিনব্যাপী শরীর চর্চা প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় প্রতিযোগীরা নিজেদের কসরতের মাধ্যমে দর্শক মাতিয়ে তোলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।