ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ পরিদর্শক মনিরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ পরিদর্শক মনিরুল সিলেটে বোমা বিস্ফোরণে নিহত জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলামের জানাজা

নোয়াখালী: বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেটে বোমা বিস্ফোরণে নিহত জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

সোমবার (২৭ মার্চ) সকাল ১০টায় নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মন্নাননগরের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে বাবা ডা. নুরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।  

পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন, সহকর্মী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের লোকজনসহ সর্বস্তরের মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন।

এসময় অনেকের মধ্যে নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস জাহের উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামে এক বাড়ির পাশে বোমা বিস্ফোরণে মনিরুলসহ ছয়জনের মৃত্যু হয়। শুক্রবার থেকে ওই বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।