ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চল‍াচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চল‍াচল বন্ধ

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ভোর পৌনে ৬ টা থেকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাটের নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলে ১৩ টি ফেরি চলাচল করছে।

এর মধ্যে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। বাকিগুলোর মধ্যে পাটুরিয়া ঘাটে ৫টি ও দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি রয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান সামছুল আলম।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।