ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ১৩ জলদস্যু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ১৩ জলদস্যু আটক কোস্টগার্ডের হাতে আটক জলদস্যুরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ১৩ জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা সাত জেলেকেও উদ্ধার করা হয়। আটক দস্যু ও উদ্ধার হওয়া জেলেদের নামপরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের ২৬ চ্যানেলের গভীর সাগরে অভিযান চালিয়ে দস্যুদের আটক ও জেলেদের উদ্ধার করা হয়।

কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বাংলানিউজকে জানান, মাছ ধরার ট্রলার লুট ও জেলেদের জিম্মির খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বিকেলে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের গভীর সাগরে অভিযান চালায়।

এসময় লুটের শিকার ট্রলারটিসহ ১৩ জলদস্যুকে আটক এবং তাদের কাছে জিম্মি থাকা সাত জেলেকে উদ্ধার করে।

কোস্টগার্ড পূর্ব-জোনের কমান্ডার মো. ওমর ফারুক জানান, অভিযানের সময় দস্যুদের কাছ থেকে ২০ রাউন্ড গুলি, ১০ টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।