ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বিআরডিবি কর্মচারীর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
নারায়ণগঞ্জে বিআরডিবি কর্মচারীর মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মচারী মনিরুল ইসলামের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৬ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া মেঘনা ভিলার নিচতলায় বিআরডিবি কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিরুল বিআরডিবি’র সিদ্ধিরগঞ্জ শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।

তিনি কুষ্টিয়া সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

বিআরডিবি’র কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার কাজ শেষে আমরা চলে যাই। রোববার অফিসে এসে দেখি ভেতর থেকে আটকানো। এসময় বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর জানান, রুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার কর‍া হয়েছে।  
 
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠ‍ানো হয়েছে বলে জানান এসআই।  
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭ 
আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।