ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাড়াশে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
তাড়াশে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
 রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শামসুল ইসলাম, সাইদুল সরকার ও আকলিমা বেগমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২৬ মার্চের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরে ওই গ্রামের সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ও রাজু মাস্টারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।