ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবসে হাজারো তরুণ-তরুণীর মোটরবাইক র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
স্বাধীনতা দিবসে হাজারো তরুণ-তরুণীর মোটরবাইক র‌্যালি স্বাধীনতা দিবসে হাজারো তরুণ-তরুণীর মোটরবাইক র‌্যালি-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীতে অভিনব এক র‌্যালি করেছে ৩৫টি মোটরসাইকেল সংগঠনের বাইকাররা।

রোববার (২৬ মার্চ) দুপুরে এসিআই মোটর্সের আয়োজনে ‘এক পতাকায় এক দেশ এগিয়ে চলো বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে এই র‌্যালিতে অংশ নেন সংগঠনগুলোর ২ হাজার বাইকার।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে র‌্যালিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট রাস্তায় গিয়ে শেষ হয়।

র‌্যালি বের করার আগে, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর সড়ক দুর্ঘটনায় নিহত মোটরবাইক রাইডারদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এতে অংশ নেওয়া কেবি রাইডার্সের রায়হান বলেন, প্রথমবারের মতো আমরা আয়োজন করতে পেরেছি। স্বাধীনতা দিবসে এটা ব্যতিক্রম একটা আয়োজন যা আমাদের স্বাধীনতা দিবসের তাৎপর্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই র‌্যালি দেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ।

নারী বাইকার সিথি বলেন, স্বাধীনতা দিবসে এমন এক র‌্যালিতে অংশ নিতে পেরে আমি গর্ববোধ করছি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭    
এসটি/আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad