ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীনগরে আ’লীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
শ্রীনগরে আ’লীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ১৫ শ্রীনগরে আ’লীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ১৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বাধীনতা দিবসের র‍্যালিতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়েছে। রোববার (২৬ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে শ্রীনগর বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। একই সময় গোলাম সারোয়ার কবীর গ্রুপও একটি ৠালি বের করে।

দুই পক্ষের ৠালি একসঙ্গে হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় সংঘর্ষকারীরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন ভাঙচুর করেন। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি রাবার বুলেট এবং বেশ কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।