ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্নীতিই জঙ্গিবাদের জন্ম দিচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
দুর্নীতিই জঙ্গিবাদের জন্ম দিচ্ছে দুর্নীতিই জঙ্গিবাদের জন্ম দিচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতিই জঙ্গিবাদসহ সব অপরাধের জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার (২৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

‘দুর্নীতি হলে শেষ—নিজে বাঁচব, বাঁচবে দেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

ইকবাল মাহমুদ বলেন, সাধারণভাবে ধরেই নেওয়া যায় দুর্নীতিই জঙ্গিবাদসহ সব অপরাধের জন্ম দিচ্ছে। তাই আমাদের সন্তানদের দুর্নীতিমুক্ত পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত করে এবং তাদের মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারলে জঙ্গিবাদসহ  অনেক অপরাধ সহজেই নির্মূল করা যাবে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্দেশ্য হলো- দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা। রোববার দেশের প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে শুরু হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচি চলবে ১ এপ্রিল পর্যন্ত।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা রাজনৈতিক মুক্তি তথা স্বাধীনতা, ভূখণ্ড, পতাকা পেলেও অর্থনৈতিক মুক্তি পুরোপুরি পাইনি। এ অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। তাই সম্মিলিতভাবেই  দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে কারও কোনো বিরোধ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ক্ষমতা কিংবা বিত্ত-বৈভবের জোরে কেউ ছাড় পাবেন না। আমরা কেউ-ই আইনের ঊর্ধ্বে নই। দুর্নীতি করলে কেউ-ই ছাড় পাবেন না কিংবা ছাড় দেওয়া হবে না।
 
বেসিক ব্যাংকের দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলাই জটিল। দুর্নীতির এ অর্থ ধারাবাহিকভাবে লেয়ারিং হয়েছে। তাই আমাদের গভীরভাবে প্রতিটি লেয়ারে সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত করতে হচ্ছে। আমরা এমনভাবে তদন্ত সম্পন্ন করতে চাই, যেন প্রকৃত অপরাধীরা শাস্তি পায়। কোনো ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। এছাড়া ব্যাংকগুলোর ব্যাংকিং ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করলে জঙ্গি অর্থায়নসহ মানিলন্ডারিং অবশ্যই হ্রাস পাবে।

এ সময় উপস্থিত ছিলেন- দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক (প্রতিরোধ) ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মো. আসাদুজ্জামান, মহাপরিচালক (তদন্ত) ফরিদ আহমদ ভূঁইয়া, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. আতিকুর রহমান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসজে/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।