ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহৃত

সাতক্ষীরা: সুন্দরবনে মুক্তিপণের দাবিতে রাশিদুল শেখ (২৩) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু ছোটভাই বাহিনীর সদস্যরা। 

রোববার (২৬ মার্চ) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদীর নচুখালী খাল থেকে তাকে অপহরণ করা হয়।  

রাশিদুল শেখ জেলার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের এবাদুল শেখের ছেলে।

 

দস্যুদের হাত থেকে রক্ষা পেয়ে ফিরে আসা জেলে মীরগাং এলাকার নাসের গাজীর ছেলে শাহজান গাজী ও একই এলাকার সুপদ মণ্ডলের ছেলে দীনেশ মণ্ডল এবং স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুর রহমান জানান, সুন্দরবনের নচুখালী খালে মাছ ধরার সময় ছোটভাই বাহিনীর সদস্যরা ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে রাশিদুলকে অপহরণ করে।  

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকছুদুল আলম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।